বিশ্বাস বিভিন্ন রকম হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে বিশ্বাস, বন্ধুর সাথে বন্ধুর বিশ্বাস, ব্যবসায়িক খাতিরে বিশ্বাস ইত্যাদি কিন্তু আসল বিশ্বাসটা কি? সর্ব সত্য হচ্ছেআপন ইলাহর উপর দৃঢ় বিশ্বাসবাআত্মবিশ্বাস মোটেও কোন ধর্মতত্ত্ব দিচ্ছিনা যতক্ষণ পর্যন্ত আপন ইলাহর উপর আপনার বিন্দু পরিমাণ বিশ্বাসের ঘাটতি থাকবে ততক্ষণ আপনি সফলতা লাভ করতে পারবেন না আপনার আত্মবিশ্বাস সৃষ্টি হবেনা জীবনের লক্ষ্য নির্ধারণ করা আবশ্যক আর লক্ষ্যে পৌছানোর জন্য আত্মবিশ্বাসের বিকল্প নেই যে কোন মানুষই তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারেনা এর কারণ হীনমন্যতা, ভয় আর সর্বোপরিঅবিশ্বাস আপন ইলাহর  উপর যারা দৃঢ় বিশ্বাস রাখে তাদেরকে আপন ইলাহ অবশ্যই তাদের লক্ষ্যে পৌছে দেন

আধুনিক জগতে বিশ্বাসের ধারণাটা নেই বললেই চলে যতই প্রেমের কথা বলি মানুষ বিশ্বাস করতেই চায়না অলৌকিক কিছু করে দেখালেই একদমবাবাবলে তার পায়ে পড়ে অথচ কোনসত্য মানুষ’ ‘সত্যনিয়ে সামনে আসলে তাকে মূল্যই দিতে চায় না


আগে বোঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়লালন সাঁই

অর্থাৎ আগে জানোবুঝো তারপর তাতে নিজেকে সমর্পন করো। না জেনে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া কোন কাজের কথা নয়, এতে দীর্ঘদিন একটা বিশ্বাস নিয়ে এই ভবে ঘুরে বেড়ালেও অনুসান্ধীৎসু মন যে সকল প্রশ্নের উদ্রেক করে তার উত্তর পাওয়া সহজ হয় না। পরে আফসোস করতে হয়। 

জয় গুরু ( নিজেকে জানার পাঠশালা )