জীবন কি একটা নাটক? কথাটা সত্য মনে হয় আবার অসত্য মনে হয়, এমন কেন?

জীবন ততক্ষণ নাটক নয় যতক্ষণ না তুমি জাগবে! তুমি এমনভাবে ঘুমিয়ে আছো যে, নাটককে- জীবন মনে করছো! তাহলে তুমি কিভাবে বুঝবে যে, জীবন নাটক? কখনো সিনেমা দেখেছো? তুমি কিন্তু জানো পর্দার ভিতরে কিছু নেই, তারপরেও দুঃখের দৃশ্য দেখলে তোমার চোখে অশ্রু এসে পড়ে। তুমি কিন্তু জানো তারপরেও ভুলে গেছো? নাটককে জীবন মনে করছো। আচ্ছা ঠিক আছে সিনেমা বাদ দাও কারণ সিনেমাতে অনেক ছবি দেখায় তাই ভ্রান্তি হতে পারে।

লোকজন উপন্যাস পড়ে, দুঃখের কোন কথা আসলেই চোখে অশ্রু এসে পড়ে। তুমি কিন্তু জানো কাগজ আর কালি ছাড়া উপন্যাসে কিছু নেই তারপরেও তোমার চোখে অশ্রু এসে পড়ে! কেন? ভুল হয়ে যায়,তাই না? কখনো ভূত-প্রেতের কাহিনী পড়তে পড়তে রাত হয়ে গেলে তোমার ভয় লাগে না? তুমি কিন্তু জানো এটা কাহিনী, তারপরেও বারান্দার দিকে তাকিয়ে দেখ মনে হবে কে যেনো বসে হাত নাড়ছে। তুমি কিন্তু ভালো করে জানো সেটা তোমার শার্ট, কিন্তু কিতাবে যে ভূত-প্রেতের কাহিনী তুমি পড়ছো, সেটা তোমার মনকে ধরে ফেলছে ভয় পেয়ে গেছো। এখন তোমার প্রসাব ধরেছে অথচ বাথরুম পর্যন্ত যেতে পারছো না। তুমি তো নাটকে জীবন মনে করছো হে খিজির শাহ্-  তুমি কি প্রশ্নঃ করলে- আসলেই কি জীবন একটা নাটক? যেদিন জাগবে সেই দিন বুঝতে পারবে। যদি ঘুমিয়ে থাকো তাহলে নাটক সত্য মনে হবে।

জীবন একটা নাটক? যেদিন জাগবে সেই দিন বুঝতে পারবে। যদি ঘুমিয়ে থাকো তাহলে নাটক সত্য মনে হবে।  

#জয় গুরু ( নিজেকে জানার পাঠশালা )


জানার পাঠশালা )