নিজেকে জানার পাঠশালা একটি আধ্যাত্মিক বিদ্যাপীঠ। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটি শুধু ইউটিউব চ্যানেল ,ব্লগ, হোয়াটসঅ্যাপ গ্রুপ,ফেসবুক আইডি বা মেসেঞ্জার গ্রুপ নয়। আমি দীর্ঘ ২৫ বছর মানুষকে দেখেছি খুব কাছ থেকে। দেখেছি মানুষ কেন বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যায়? কেন মাজারে মন্দিরে বসে কাঁদেন? আমি দেখেছি মানুষের দুঃখ দুর্দশাগ্রস্ত হওয়ার কার্য কারণ আর খুঁজেছি সেইসবের সমাধান। সেইসব সমাধানের জন্য তৈরি করেছি শত শত সুত্র। যা দিয়ে মানুষ খুঁজে পাবে ব্যক্তি জীবনের সফলতা ও আধ্যাত্বিক জ্ঞানে নহর এবং পারমার্থিক মুক্তি।
0 Comments