আসলে সুখ কী জিনিস? সবাই কি সুখী হতে পারে? সুখ আসলে সম্পূর্ণই মনের ব্যাপার,মানসিক একটি প্রশান্তি। যখন মনে শান্তি থাকে তখনই একজন মানুষ সুখী হয়। এই শান্তিও কিন্তু কোথাও কিনতে পাওয়া যায় না,নিজেকেই খুজে নিতে হয়। জীবনে কাউকে এতটা গুরুত্ব দেবেন না,যেন আপনা সুখ তার উপরে নির্ভরশীল হয়ে পড়ে। কেননা যখনই কাউকে এমন মূল্য দেবেন,সে আপনাকে আঘাত করবেই করবে। চোখ বুজে কাউকে বিশ্বাস করার আগেও অনেকবার ভেবে নিন।

সুখ আসলে মূল্য দিয়ে নির্ধারণের কোনো বিষয় না। তো সম্পূর্ণই মনের ব্যাপার। মানসিক একটি প্রশান্তি। যখন মানুষের মনে শান্তি থাকে তখনই একজন মানুষ সুখী হয়। এই শান্তিও কিন্তু কোথাও কিনতে পাওয়া যায় না। মানুষকেই খুজে নিতে হয়। দৈনন্দিন জীবনে নানান কাজের মাঝেই খুজে নিতে হয় হাসি-আনন্দের বিষয় বস্তু মানসিক কিছু ব্যাপারে একটু অন্যভাবে চিন্তা করলেই পেতে পারেন কাঙ্খিত সেই হাসি। জীবনে আনতে পারেন সুখ। হাসিখুশি কেটে যাবে জীবন।

প্রত্যেক মানুষই চাহিদা অনুযায়ী খুশি হওয়ার আলাদা আলাদা কাজ করে থাকেন। কোন কাজটি করলে আপনি মানসিকভাবে অনাবিল আনন্দ পান তা খুঁজে বের করুন। সেই কাজটিই করুন। মনের ইচ্ছাকে দমিয়ে রাখবেন না। এতে আপনার হাসি খুশি জীবন হারিয়ে যাবে। আরও ভালো হয় যদি অর্থ উপার্জনের জন্য যে কাজটি করে থাকেন,সেটা হয় আপনার মনের মত একটি কাজ। নিজের ভালো লাগার কাজকে পেশা হিসেবে নিতে পারা আসলেই ভাগ্যের একটি বিষয়।

 

( নিজেকে জানার পাঠশালা )